ইনসাইড বাংলাদেশ

বিনা ভিসায় যাওয়া যাবে ওমান


প্রকাশ: 30/05/2022


Thumbnail

ওমানে বিনায় ভিসায় যা্ওয়ার জন্য দেশটির সাথে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনীতিক, অফিসিয়াল, বিশেষ বা সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ওমান যেতে পারবেন।

সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘ওমানে যেন আমরা বিনা ভিসায় যেতে পারি সেজন্য দেশটির সঙ্গে একটা চুক্তি সই করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জরুরি কারণে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে চুক্তিটা সই করা হয়েছিল, কিন্তু যেহেতু আন্তর্জাতিক চুক্তি কেবিনেটে আসতে হয়, সেজন্য কেবিনেটে আজকে সেটা অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীদের মধ্যে আমাদের যেসব লোকেরা ওখানে শুধু কাজ করতে যাবেন, তাদের ভিসা লাগবে না। তবে বেড়াতে গেলে ভিসা লাগবে।’

ভিসা ছাড়া যাওয়ার পদ্ধতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকলে সেটা দিয়েই যাওয়া যাবে।’




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭