ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের কাছে ফের ৫০০ মিলিয়িন ডলার ঋণ চাইলো শ্রীলঙ্কা


প্রকাশ: 31/05/2022


Thumbnail

চলমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই জ্বালানি কেনার জন্য ভারতের কাছে আরও ৫০০ মিলিয়ন ডলার ঋণ চেয়েছে শ্রীলঙ্কা। এ বিষয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার মিলিন্দা মোরাগোদা ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে আলোচনা করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারত প্রয়োজনীয় আমদানির জন্য আরও ১ বিলিয়ন ডলারের ঋণের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কাকে। তবে এর মধ্যে ২০০ মিলিয়ন ডলার জ্বালানি আমদানির জন্য ব্যবহার হবে বলে জানা গেছে। 

ডেইলি মিরর জানিয়েছে, দ্বীপ দেশটি এখন পর্যন্ত ডিজেল এবং পেট্রোলের জন্য ভারতীয় ঋণের প্রায় ৭০০ মিলিয়ন ডলার খরচ করেছে।

উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে এবারই সবেচেয়ে বেশি অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। জ্বালানি, খাদ্য, জরুরি ওষুধসহ নানা ধরনের পণ্যের ঘাটতি দেশটিতে চরম আকার ধারণ করেছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শুক্রবার ক্রমাগত অর্থনৈতিক সংকটের মধ্যে সমর্থন প্রসারিত করার জন্য ভারতের প্রশংসা করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭