কোর্ট ইনসাইড

কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট


প্রকাশ: 31/05/2022


Thumbnail

কানাডা থেকে পরিচালিত আইপিটিভি ‘নাগরিক টিভি’র বাংলাদেশে সম্প্রচার বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহিয়া আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

মঙ্গলবার (৩১ মে) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। 

বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

অ্যাডভোকেট তাসমিয়া নুহিয়া আহমেদ বলেন, কানাডা থেকে বেআইনিভাবে পরিচালিত হয়ে আসছে নাগরিক টিভি নামে একটি আইপিটিভি। বিদেশ থেকে এই চ্যানেল থেকে দেশের বিভিন্ন সম্মানিত নাগরিকের নামে মানহানিকর ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে। এ কারণে ‘নাগরিক টিভির’ সম্প্রচার বন্ধ চেয়ে রিট দায়ের করেছি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭