লিভিং ইনসাইড

ত্বকের জন্য ক্ষতিকর ৩টি উপাদান


প্রকাশ: 31/05/2022


Thumbnail

বর্তমান সময়ে ত্বকের প্রতি সবাই খুব যত্নশীল। ফলে যত্ন নেওয়ার জন্য কেউ বাইরে থেকে উপাদান কিনে ব্যাবহার করেন আবার কেউ ঘোরোয়া টোটকা বেছে নেয়। তবে ত্বকে ব্যবহৃত সব উপাদানই ত্বকের জন্য উপকারী নয়। আমরা না জেনে কিছু উপাদান ব্যবহার করি, যেগুলো আসলে উপকারের চেয়ে ক্ষতি করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন উপকরণ ত্বকের জন্য ক্ষতিকর—

নারিকেল তেল
একসময় অনেকের পছন্দের প্রসাধনী ছিল নারিকেল তেল। আমাদের নানি-দাদিরা ত্বকের যত্নে নারিকেল তেল ব্যবহারের পরামর্শ দিতেন। মনে করা হয়, ত্বককে আর্দ্র ও দাগমুক্ত রাখতে কাজ করে নারিকেল তেল। তবে নারিকেল তেল কোমেডোজেনিক অয়েল। ফলে স্কিন পোরস আটকে যায়। এতে আরও বাড়ে ত্বকের সমস্যা।

সোডিয়াম লরেল সালফেট
আমরা যেসব শ্যাম্পু, ক্লিনজার এবং বডি ওয়াশ ব্যবহার করি তার প্রধান উপকরণ সোডিয়াম লরেল সালফেট। এই উপাদানগুলো ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, তবে ত্বকে বেশি ক্ষণ রাখলে ত্বকের পানিশূণ্যতা তৈরি হয়। এই রাসায়নিক যৌগ চুল ও ত্বককে ডিহাইড্রেট করে ফেলতে পারে। সেইসঙ্গে সেরামাইডের মাত্রাও কমিয়ে ফেলে।

সিলিকন
সিলিকনের প্রভাবে বিভিন্ন ময়শ্চারাইজার ও সিরাম আমাদের ত্বককে মসৃণ করে তোলে। সাময়িক উজ্জ্বলতা দিলেও পরবর্তীতে এই উপাদান আমাদের ত্বককে শুষ্ক ও পানিশূন্য করে ফেলে। তাই এড়িয়ে চলতে হবে সিলিকনও।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭