ওয়ার্ল্ড ইনসাইড

ইতালিতে আর থাকছেনা করোনাভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ


প্রকাশ: 31/05/2022


Thumbnail

ইতালি প্রবেশে করোনাভাইরাস সম্পর্কিত বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় এ কথা জানায়।

করোনাভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ তুলে নিচ্ছে ইতালি। সোমবার (৩০মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়।  

১ জুন থেকে ইতালি প্রবেশে সমস্ত নিয়ম বাতিল করতে চলেছে দেশটি। আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ‘গ্রিন পাস’ এর মেয়াদ ৩১ মে শেষ হচ্ছে । এর মেয়াদ আর বাড়ানো হবে না বলে নিশ্চিত করেছে ইতালি সরকার। 

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে প্রথম করোনাভাইরাস আঘাত হানে। দেশটিতে ২০২০ সালের প্রথম দিকে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবেলায় দেশটি নানা রকমের কঠোর পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে সকল কর্মীর গ্রিন পাস প্রদর্শন বাধ্যতামূলক।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংক্রমণ কমায় এবং দেশের অধিকাংশ লোক টিকা নেয়ায় বর্তমানে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে অধিকাংশ বিধি নিষেধ তুলে নেয়া হলেও গণপরিবহন ও স্কুলে মাস্ক এখনও বাধ্যতামূলক রয়েছে।  

ইতালিতে সোমবার নতুন করে করোনায় ৭ হাজার ৫৩৭ জন আক্রান্ত এবং ৬২ জন মারা গেছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭