লিভিং ইনসাইড

র‍্যাশ ও ব্রণ থেকে মুক্তির জন্য ভুরু প্লাকের পর যা করবেন


প্রকাশ: 01/06/2022


Thumbnail

মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ভ্রুয়ের আকৃতি অনেকটাই ভূমিকা রাখে। তাই অনেকেই ভ্রু প্লাক করে থাকে। কেউ ভ্রুকে সরু করে আবার কেউবা একটু মোটা রাখেন। তবে বর্তমান সময়ে মোটা ভ্রু রাখার প্রচলনই বেশি। মোটা বা চিকন একটা নির্দির্ষ্ট আকৃতির ভ্রু থাকা জরুরি। এতে মুখের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ।  ভুরু প্লাক করার সময়ে অনেকেই ব্যথা পান। মুখে র‍্যাশ, ব্রণ বেরোয়। তবে ভুরু প্লাক করার পর কয়েকটি জিনিস মেনে চললে এমন আর হবে না।

চলুন তাহলে দেখে নেই ভ্রু প্লাকের পর কিছু ঘরোয়া টোটকা-

১) পার্লার থেকে ভুরু প্লাক করে বাড়িতে এসেই ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

২) এর পর হালকা করে গোটা মুখে বরফ ঘষে নিন। এতে আরাম লাগবে। আবার ব্রণ, র‍্যাশ বেরোনোর আশঙ্কাও কমবে।

৩) মুখ ভাল করে ধোয়ার পর গোটা মুখে ঠান্ডা কোনও জেল লাগিয়ে নিতে পারেন। বাড়িতে শসা থাকলে তা-ও মুখে ঘষে নিতে পারেন।

৪) অনেকের বাড়িতেই গোলাপজল থাকে। ভুরু প্লাক করার পর যদি মুখে জ্বালা করে, তা হলে গোলাপজল লাগিয়ে নিতে পারেন। উপকার পাবেন।

৫) সবচেয়ে ভাল হয় যদি কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করেন। শুধু সেই মুহূর্তে নয়। পরের দু’দিনও ভাল ভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাতে ত্বকের যত্ন হয়ে যাবে। আবার র‍্যাশও বেরোবে না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭