লিট ইনসাইড

কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/01/2018


Thumbnail

বাংলার অনন্য কথাসাহিত্যিক শওকত ওসমানের শততম জন্মবার্ষিকী আজ। ১৯১৭ সালের আজকের এই দিনে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

আসল নাম শেখ আজিজুর রহমান হলেও শওকত ওসমান নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। তাঁর লেখা প্রথম উপন্যাস ‘জননী’। সবচেয়ে বিখ্যাত উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’। এছাড়া ‘চৌরসন্ধি’, ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘দুই সৈনিক’, ‘সমাগম’, ‘নেকড়ে অরণ্য’ তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়া তাঁর কালজয়ী গল্পগ্রন্থ ‘ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী’, ‘জুনু আপা ও অন্যান্য গল্প’, ‘মনিব ও তাহার কুকুর’। প্রবন্ধগ্রন্থ, শিশুতোষ গ্রন্থ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথামূলক গ্রন্থেও লেখেছেন শওকত ওসমান।

স্বীকৃতি হিসেবে শওকত ওসমান পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার। ১৯৯৮ সালের ১৪ মে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান অনন্য এই কথাসাহিত্যিক।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭