ইনসাইড গ্রাউন্ড

আর্জেন্টিনাকে হারিয়ে দুঃখ ভুলতে পারবে কি ইতালি?


প্রকাশ: 01/06/2022


Thumbnail

আর্জেন্টিনার বিপক্ষে দীর্ঘদিন ধরেই জয়ের দেখা পাচ্ছে না ইতালি। সেই ১৯৮৭ সালের কথা। সর্বশেষ আর্জেন্টিনাকে হারিয়েছিল ইতালি। সেবার জুরিখে অনুষ্ঠিত ম্যাচে ইতালি ৩-১ গোলে হারিয়েছিল ম্যারাডোনার আর্জেন্টিনাকে। ১৯৮৭ সালের পর পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। একবারও জিততে পারেনি ইতালি। চারবার হেরেছে। একবার ড্র করেছে। দুই দল মোট ১৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছয়বার জিতেছে ইতালি। চারবার জিতেছে আর্জেন্টিনা। দুই দল ড্র করেছে পাঁচবার। এসব পরিসংখ্যান কিছুই কাজে আসবে না, কারণ মাঠের খেলাটা হয়ে থাকে একেবারেই ভিন্ন। ফলে আজ দিবাগত রাত পৌনে একটায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামেই দেখা যাবে ইউরো কাপের চ্যাম্পিয়ন ইতালি নাকি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জেতে ফিনালিসিমাতে।

দীর্ঘ ২৯ বছর পর রাতে অনুষ্ঠিত হচ্ছে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নকে নিয়ে সুপার কাপ।  উয়েফা ও কম্বেল কর্তৃপক্ষ এর নাম দিয়েছে ফিনালিসিমা। গত বছর কোপা আমেরিকা জয় করেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। মারাকানা স্টেডিয়ামে গত বছর ১০ জুলাই অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারায় ব্রাজিলকে। গত বছরের ১১ জুলাই ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে যায় ইতালি। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন এবার মুখোমুখি হচ্ছে ফিনালিসিমায়। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব পার হতে না পেরে হতাশায় ভুগছে রবার্তো মানচিনির ইতালি। আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমার ম্যাচটি জিতে বিশ্বকাপ খেলতে না পারার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইতালি।

এর আগে ১৯৯৩ সালে দিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ডেনমার্কের। সে সময় ইউরো কাপ চ্যাম্পিয়ন ছিল ড্যানিশরা। কোপা আমেরিকাজয়ী ছিল আর্জেন্টিনা। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নকে নিয়ে উয়েফা ও কম্বেল কর্তৃপক্ষ আয়োজন করেছিল আরতেমিও ফ্রাঞ্চি কাপ। ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনার হোসে মারিয়া মিনেয়া স্টেডিয়ামে। ১-১ ব্যবধানে ড্রয়ের পর টাইব্রেকারে ম্যারাডোনার দল জিতেছিল ৫-৪ ব্যবধানে। এরও আট বছর আগে প্রথমবার আরতেমিও ফ্রাঞ্চি কাপ অনুষ্ঠিত হয়েছিল প্যারিসের পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে। সেবার ইউরো কাপজয়ী ফ্রান্স কোপা আমেরিকাজয়ী উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছিল।

ফুটবল বোদ্ধাদের মতে, আর্জেন্টিনা এবং ইতালি এই দুই দলের মধ্যে কাউকেই ছোট করে দেখলে চলবে না। কারণ দুই দলই বিশ্ব চ্যাম্পিয়ন দল। শুধু তাই নয়, দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নকে নিয়েই হচ্ছে এই সুপার কাপ। সেহেতু এখানে দুই দলই সমান শক্তি নিয়েই খেলতে নামবে। তবে পরিসংখ্যান বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও সব সময় যে পরিসংখ্যান কাজ করে সেটা বলা যাবে না। সে কারণেই এবার ফিনালিসিমাতে কে জিতবে এবং কে সেরার সেরা হবে সেটা খেলার পরেই বোঝা যাবে। এখানে আগে থেকে ভবিষ্যৎ বাণী করাটা ঠিক হবে না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭