কোর্ট ইনসাইড

১৩তম নিবন্ধনের ২৫০০ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের


প্রকাশ: 01/06/2022


Thumbnail

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২৫০০ নিবন্ধনধারীদের নিয়োগের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০১ জুন) এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেন বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজিবের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পরিচালনা করেন অ্যাডভোকেট এম মনিরুজ্জামান আসাদ, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া ও অ্যাডভোকেট মো. ফারুক হোসেন।

পরে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ২০১৬ সালে ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়, যা তিন ধাপে তথা প্রিলি, রিটেন, ভাইভা পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তিন ধাপে উত্তীর্ণ হয়ে ১৩তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়া হয়নি। পরে নিবন্ধনধারীদের মধ্যে ২৫০০ জন সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে কয়েকটি রিট দায়ের করেন। এসব রিটের চুড়ান্ত শুনানি শেষে তাদের নিয়োগ নির্দেশনা দিয়ে এই রায় দেওয়া হয়।  


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭