ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়া থেকে ইইউ'র তেল আমদানি কমানোর সিদ্ধান্ত, মূল্য ছাড়ালো ১২০ ডলার


প্রকাশ: 01/06/2022


Thumbnail

রাশিয়ার ওপর পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার সিদ্ধান্তে তেলের দাম ব্যারেলপ্রতি আবারও ১২০ ডলার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশে দেশে দেখা দিয়েছে উচ্চ মূল্যস্ফীতি। লাগাম টানা যাচ্ছে না জীবনযাত্রার ব্যয়ে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং তেলের বাজারের উত্থান-পতন কোনোভাবই ঠেকানো যাচ্ছে না। 

৩১ মে ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার সব ধরণের জ্বালানি তেলসহ বেশ কিছু ব্যাংকের ওপর ষষ্ঠ নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে, যা পুরোপুরিভাবে কার্যকর হবে এ বছরের শেষের দিকে। তবে অস্থায়ীভাবে পাইপ লাইনের মাধ্যমে আমদানি অব্যাহত থাকবে। এ খবর প্রকাশের পরই মূলত তেলের দাম বেড়ে মার্চের পর সর্বোচ্চ হয়েছে।

শুধুমাত্র সমুদ্রে পরিবহন করা তেলে নিষেধাজ্ঞা দেয়ায় রাশিয়ার জ্বালানি তেলের ওপর দেওয়া নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তারপরও ধারণা করা হচ্ছে নিষেধাজ্ঞার ফলে জ্বালানির বাজারে অস্থিরতা বাড়বে। তবে এরই মধ্যে তেলের চাহিদা বাড়তে শুরু করেছে। এদিকে বিশ্বের দ্বিতীয় বড় অর্থনীতির দেশ চীনও এরই মধ্যে করোনার বিধিনিষেধ উঠিয়ে নিতে শুরু করেছে। ফলে সেখানেও তেলের চাহিদা বেড়ে যাচ্ছে এবং এরই মধ্যে বেড়ে গেছে বিভিন্ন শিল্পের কাঁচামালের দাম।

অন্যদিকে তেল রপ্তানিকারকদের সংস্থা ওপেক ও তার মিত্ররা এখনো তেলের উৎপাদন বাড়ানো দিকে মনোযোগ দিচ্ছে না। তবে সরবরাহ বাড়ানো ক্ষেত্রেও সংস্থাটির পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। একদিকে সমন্বিতভাবে কম সরবরাহ, অন্যদিকে চাহিদা বৃদ্ধির ফলে বাজারে তেলে মূল্য বেড়ে যাচ্ছে।

১৯৭০ সালের দিকে আরব রাষ্ট্রগুলো পশ্চিমাদের শাস্তি দিতে তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অর্থাৎ তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কারণ পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইউরোপীয় ইউনিয়নও তেলকে অস্ত্র হিসাবে ব্যবহার করে রুশ অর্থনীতি দুর্বল করতে চাইছে।

রাশিয়ার তেলের বড় বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। দেশটির মোট তেল রপ্তানির অর্ধেকই যায় ইউরোপীয় দেশগুলোতে। তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে ভোক্তাদের সাময়িক কষ্ট হলেও দীর্ঘ মেয়াদে সুফল আসবে বলে ধারণা করছে ইউরোপীয় ইউনিয়ন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭