ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে চলন্ত ট্রেনে গণধর্ষণ


প্রকাশ: 01/06/2022


Thumbnail

পাকিস্তানে চলন্ত ট্রেনে ধর্ষণের গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এই ঘটনায় তিনজন জড়িত বলে জানা গেছে। 

পাকিস্তানে সম্প্রতি যৌন সহিংসতা বেড়েছে উল্লেখ করে বুধবার (১জুন) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন প্রকাশ করে।  

রেলওয়ে পুলিশ প্রধান ফয়সাল শাহকার মঙ্গলবার (৩১মে) বলেন, ২৫ বছর বয়সী ওই নারী দুই সন্তানের মা। গত সপ্তাহে তিনি ট্রেনটিতে ভ্রমণ করছিলেন। সে সময় ট্রেনের টিকেট চেকার তাকে প্রলুব্ধ করে একটি খালি বগীতে নিয়ে যান। এরপর সেখানে ওই চেকারসহ তিনজনে ধর্ষণ করেন।  

তিনি বলেন, ঘটনাটি জানাজানি হলে পুলিশ সোমবার (৩০মে) দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। তৃতীয় একজনকে মঙ্গলবার (৩১মে) গ্রেফতার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাহাউদ্দিন জাকারিয়া এক্সপ্রেস নামের ট্রেনটি মুলতান থেকে পাকিস্তানের বৃহত্তম শহর করাচি যাচ্ছিল। এটির নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব একটি বেসরকারি কোম্পানির হাতে ছিল।

এমন বর্বর ঘটনা সামনের আসার পর বিভিন্ন মানবাধিকার সংস্থা, কর্মী ও জনসাধারণ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭