ইনসাইড গ্রাউন্ড

আজ মাঠে নামছে ব্রাজিল


প্রকাশ: 02/06/2022


Thumbnail

দীর্ঘ বিরতির পর প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরছে ব্রাজিল। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিল সবশেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল ২০১৯ সালের শেষদিকে। এরপর দীর্ঘ বিরতি। প্রায় তিন বছর পর প্রীতি ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্ত সমর্থকরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে।

উভয় দলই ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া গত ৯ বিশ্বকাপেই মূলপর্বে খেলেছে। ২০০২ আসরে স্বাগতিক হিসেবে চতুর্থ স্থান অর্জন করেছিল। আর ২০১০ বিশ্বকাপে তারা বাদ পড়ে খেলে শেষ ষোলোতে। তাই আজকের ম্যাচে তাদের আন্ডারডগ ভাবার সুযোগ নেই।

অন্যদিকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে চলতি বছর কাতারে যাবে ব্রাজিল। সেলেসাওরা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। বিগত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেললেও ‘মিশন হেক্সা’ অধরাই থেকে যায়।

যদিও বিগত কয়েকটি বিশ্বকাপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এবার বাছাইপর্বে তারা বেশ আগ্রাসী ছিল হলুদ-নীল জার্সিধারীরা। ১৭ ম্যাচে জিতেছে ১৪টি আর বাকি তিন ম্যাচ ড্র। অর্থাৎ একটিতেও হারেনি তারা। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে সেলেসাওরা।

ম্যাচটি সরাসরি দেখা যাবে beIN Sports 3 চ্যানেলে। এবং লাইভ স্ট্রিম করবে fuboTV।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭