ইনসাইড বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি হলেন আরও ৭৩ এসপি


প্রকাশ: 03/06/2022


Thumbnail

আরও ৭৩ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৩০ জন, আরেকটি প্রজ্ঞাপনে ৩৭ জন ও সর্বশেষ প্রজ্ঞাপনে ৬ জনসহ মোট ৭৩ জন বিসিএস (পুলিশ) ক্যাডার কর্মকর্তাকে অতিরিক্ত অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলযোগে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

এর আগে গত মঙ্গলবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান পুলিশ সুপার পদমর্যাদার ৪৬ জন কর্মকর্তা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭