ইনসাইড বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন বিপ্লব কুমার


প্রকাশ: 03/06/2022


Thumbnail

অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

বৃহস্পতিবার (২ জুন) বিপ্লব কুমার সরকারসহ এসপি পদমর্যাদার ৭৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

বিসিএস ২১তম পুলিশ ব্যাচের কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে গত ১৫ নভেম্বর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তেজগাঁও বিভাগের ডিসি পদে পদায়ন করা হয়। এর আগে ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এ পদেই তিনি দায়িত্ব পালন করেছিলেন।

বিপ্লব কুমার সরকার ২০১৩ সাল থেকে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি পদে দায়িত্ব পালনকালে রেকর্ডসংখ্যক ২৩ বার ডিএমপির শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কৃত হন। ২০১৪ সালে তিনি প্রথম পিপিএম পদক পান। এরপর ২০১৬ সালে বিপিএম পদক অর্জন করেন।

২০১৯ সালের ১৩ জুন তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। এরপর গত বছরের ১৮ অক্টোবর ডিএমপির ডিসি পদেই বিপ্লব কুমারকে রংপুর থেকে ফিরিয়ে আনা হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭