ইনসাইড গ্রাউন্ড

বিএসপিএ’র বর্ষসেরা সম্মাননা পেলেন মিরাজ


প্রকাশ: 03/06/2022


Thumbnail

ব্যাটে-বলে সময়টা বেশ ভালই কাটছে মেহেদী হাসান মিরাজের। সেই স্বীকৃতি পেলেন হাতে। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দেওয়া বর্ষসেরা ক্রিকেটারের পাশাপশি বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারও জিতলেন জাতীয় দলের এই অফ স্পিনার অলরাউন্ডার।

 শুক্রবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২১ সালের সেরাদের হাতে পুরস্কার তুলে দেয় সংগঠনটি।

বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার দৌড়ে মিরাজের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ফুটবলার তপু বর্মন ও আর্চার দিয়া সিদ্দিকী।

গত বছর টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে খেলেছিলেন ১৬৮ বলে ১০৩ রানের ইনিংস। একই সাথে চলতি বছরেও টেস্টে তার বোলিং পারফরম্যান্স চোখে পড়ার মত। ২০২১-২২ মৌসুমে মিরাজ ৭ টেস্টে ১২ ইনিংস বোলিং করে নেন ২৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট একবার। ১২ ইনিংসে একটি করে শতক ও অর্ধশতকসহ রান করেন ৩১৯। ১১ ওয়ানডে ম্যাচে উইকেট ১৫টি।

ওয়ানডেতে দলে জায়গা পাওয়াটা কষ্টকর হয়ে গিয়েছিলে মিরাজের।  সময়ে দেশের মাটিতে টানা দুই ওয়ানডে সিরিজ জয়ে অবদান রাখায় সে সম্ভাবনা উড়িয়ে দেন এই অলরাউন্ডার।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ২১৬ রানের টার্গেটে যখন ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তখনআফিফ হোসেনের সঙ্গে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটিতে দলকে জেতান মিরাজ। ওই ম্যাচে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন তিনি। সিরিজে উইকেট পান ৩টি। শ্রীলঙ্কা সিরিজে ৩ ম্যাচে নেন ৭ উইকেট, যা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ডেও মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মিরাজ। তবে পুরস্কারটি জিতে নিয়েছেন ফুটবলার তপু বর্মন।

মিরাজ ও তপুর সঙ্গে এই পুরস্কারের লড়াইয়ে ছিলেন বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার পাওয়া শারমিন আক্তার সুপ্তা।

বিএসপিএ’র অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি পরিণত হয়েছিল সাবেক-বর্তমান ক্রীড়াবিদদের মিলন মেলায়। সাবেক ক্রিকেটারদের মধ্যে রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশারদের উপস্থিতি যেমন ছিল, তেমনি অনুষ্ঠান আলোকিত করেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, আরমান মিয়া, সাবেক হকি তারকা মামুন উর রশিদের মতো তারকারা।

আয়োজনে ব্যবস্থা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। সিনিয়র ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম যেমন গান গেয়ে শোনান। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটোও গান পরিবেশন করেন।

১৯৬৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরনো সংগঠন বিএসপিএ। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে অবশ্য পুরস্কারটি দেওয়া হয়নি।

তবে ওই বছরের শুরুতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলকে এ দিন দেওয়া হয় বিশেষ সম্মাননা (বর্ষসেরা দল ২০২০)।

মোট ১৬টি ক্যাটাগরিতে এবার ১৯ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।


কুল-বিএসপিএ ক্রীড়া পুরস্কার ২০২১ পেলেন যারা

১. বর্ষসেরা ক্রীড়াবিদ: মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)

২. পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: তপু বর্মন (ফুটবল)

৩. বর্ষসেরা ক্রিকেটার ২০২১: মেহেদি হাসান মিরাজ

৪. বর্ষসেরা ফুটবলার ২০২১: তপু বর্মন

৫. বর্ষসেরা হকি খেলোয়াড় ২০২১: সোহানুর রহমান সবুজ

৬. বর্ষসেরা আর্চার ২০২১: দিয়া সিদ্দিকী

৭. বর্ষসেরা বডি-বিল্ডার: মাকসুদা আক্তার মৌ

৮. বর্ষসেরা কোচ: অস্কার ব্রুজন (বসুন্ধরা কিংস)

৯. বর্ষসেরা সাইক্লিষ্ট: ফয়সাল হোসেন

১০. বর্ষসেরা নারী ক্রিকেটার: শারমিন আক্তার সুপ্তা

১১. উদীয়মান ক্রীড়াবিদ: রিতু আক্তার (অ্যাথলেটিক্স), শরিফুল ইসলাম (ক্রিকেট), আলী কাদের হক (জিমন্যাস্টিকস)

১২. তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০২১: আকবর আলী (ফুটবল কোচ, সাতক্ষীরা), মো. আমিরুজ্জামান আমির বাবু (ক্রিকেট সংগঠক, মাদারীপুর)

১৩. বিশেষ সম্মাননা: আবদুল গাফফার (সাবেক ফুটবলার ও সংগঠক)

১৪. বর্ষসেরা সংগঠক: সৈয়দ শাহেদ রেজা (মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন)

১৫. সেরা সংগঠন: দাবা ফেডারেশন

১৬. বর্ষসেরা পৃষ্ঠপোষক: আমরা নেটওয়ার্ক লিমিটেড



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭