ইনসাইড গ্রাউন্ড

রোনালদোর ‘অতিমানবীয়’ রেকর্ড!


প্রকাশ: 04/06/2022


Thumbnail

যখন যে ক্লাবে খেলেছেন, তখন সে ক্লাবেরই ‘প্রাণভোমরা’… বলা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। ইংলিশ প্রিমিয়ার লিগের পর স্প্যানিশ লিগ, তারপর সিরি আ কাঁপিয়ে আবারও প্রিমিয়ার লিগের পুরনো ঠিকানায় ফিরেছেন। ৩৭ বছরেও যেন ক্লান্তি তাঁকে স্পর্শ করতে পারেনি। একের পর এক সেশন কাটিয়ে যাচ্ছেন দুর্দান্তভাবে। আর তাতেই হয়ে গেছে এক অভাবনীয় রেকর্ড। 

রোনালদোর সিনিয়র পেশাদার ফুটবলের সূচনাটা হয়েছিল স্পোর্টিং সিপি ক্লাবে। সেখানে তার প্রতিভা চোখে পড়ে ইউনাইটেড বস অ্যালেক্স ফার্গুসনের। সিপি থেকে ১৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন এই পর্তুগিজ উইঙ্গার। একজন উদীয়মান তরুণ হিসেবে তার চোখ তখন অনেক উঁচুতে। তবে প্রথম মৌসুমে ৪০ ম্যাচে মাত্র ছয় গোল করা রোনালদো তখনও ভাবতে পারেনি ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবেন। কিন্তু তার গোল করার সক্ষমতা ভালই জানা ছিল ফার্গুসনের।

২০০৬-০৭ মৌসুম থেকে ফিনিশিংয়ে চোখের পড়ার মত উন্নতি দেখা যায় রোনালদোর। পাশাপাশি ড্রিবলিং ও চোখ ধাঁধানো ক্লিনিক্যাল ফিনিশিংয়ে  আসে আমূল পরিবর্তন। সব মিলিয়ে প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ক্রিস্টিয়ানো। এর ফলে ২৩ গোল নিয়ে দলের পক্ষে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সেশন শেষ করেন এই পর্তুগিজ উইঙ্গার। সেই শুরু। এরপর থেকে এখন পর্যন্ত প্রতি সেশনেই দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার জায়গাটি নিজের করে নিয়েছেন রোনালদো। হোক সেটা ইংল্যান্ড, ইতালি বা স্পেন।

২০০৯ সালে স্প্যানিশ লিগে আসার পর মাত্র ৪৩৮ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বাধিক ৪৫০ গোল করার অনন্য নজির গড়েন রোনালদো। প্রতি মৌসুমে ৫০টিরও বেশি গোল করেছেন, এমন সেশন পার করেছেন ৬বার। ফুটবল ইতিহাসে রোনালদোই একমাত্র খেলোয়াড়, যার ঝুলিতে এই রেকর্ড আছে। 

২০১৪-১৫ মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় পার করেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে সেবার ৬১ গোল করে সেশন শেষ করেন পর্তুগিজ এই গোল মেশিন। 

রোনালদোর বয়স এখন ৩৭। বিশেষজ্ঞরা বলছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পড়েছেন ক্রিস্টিয়ানো। কিন্তু এই ‘বুড়ো’ বয়সে পারফরম্যান্সের ধার এতটুকু কমেনি। যার প্রমাণ মেলে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সে। ম্যানচেস্টারের হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে করেছেন ২৪ গোল। যেখানে গোলসংখ্যায় নিকটতম সতীর্থ ব্রুনো ফার্নান্দেস তার চেয়ে ১০ গোল পিছিয়ে। এভাবে গুণে গুণে ১৬টি মৌসুম তালিকায় শীর্ষে থেকে পার করলেন রোনালদো। ভাবা যায়!

২০০৬-০৭ মৌসুম (ম্যানচেস্টার ইউনাইটেড)
ক্রিস্টিয়ানো রোনালদো ২৩ 
ওয়েইন রুনি ২৩
লুইস সাহা ১৩
সোলাৎজার ১১

২০০৭-০৮ মৌসুম (ম্যানচেস্টার ইউনাইটেড)
ক্রিস্টিয়ানো রোনালদো ৪২
কার্লোস তেভেজ ১৯
ওয়েইন রুনি ১৮
লুইস সাহা ৫

২০০৮-০৯ মৌসুম (ম্যানচেস্টার ইউনাইটেড)
ক্রিস্টিয়ানো রোনালদো ২৬
ওয়েইন রুনি ২০
কার্লোস তেভেজ ১৫
দিমিত্রি বার্বাতোভ ১৪

২০০৯-১০ মৌসুম (রিয়াল মাদ্রিদ)
ক্রিস্টিয়ানো রোনালদো ৩৪
গঞ্জালো হিগুইয়েন ২৯
রিকার্ডো কাকা ৯
করিম বেজেমা ৯

২০১০-১১ মৌসুম (রিয়াল মাদ্রিদ)
ক্রিস্টিয়ানো রোনালদো ৫৩
করিম বেনজেমা ২৬
গঞ্জালো হিগুয়েন ১৩
মেসুত ওজিল ১০

২০১০-১১ মৌসুম (রিয়াল মাদ্রিদ)
ক্রিস্টিয়ানো রোনালদো ৬০
করিম বেনজেমা ৩২
গঞ্জালো হিগুয়েন ২৬
হোসে ক্যালেইয়ন ১৩

২০১২-১৩ মৌসুম (রিয়াল মাদ্রিদ)
ক্রিস্টিয়ানো রোনালদো ৫৫
করিম বেনজেমা ২০
গঞ্জালো হিগুয়েন ১৮
মেসুত ওজিল ১০ 

২০১৩-১৪ মৌসুম (রিয়াল মাদ্রিদ)
ক্রিস্টিয়ানো রোনালদো ৫১
করিম বেনজেমা ২৪
গ্যারেথ বেল ২২
অ্যাঞ্জেল ডি মারিয়া ১১

২০১৪-১৫ মৌসুম (রিয়াল মাদ্রিদ)
ক্রিস্টিয়ানো রোনালদো ৬১
করিম বেনজেমা ২২
গ্যারেথ বেল ১৭
জেমজ রদ্রিগেজ ৯

২০১৫-১৬ মৌসুম (রিয়াল মাদ্রিদ)
ক্রিস্টিয়ানো রোনালদো ৫১
করিম বেনজেমা ২৮
গ্যারেথ বেল ১৯
জেমস রদ্রিগেজ ৮

২০১৬-১৭ মৌসুম (রিয়াল মাদ্রিদ)
ক্রিস্টিয়ানো রোনালদো ৪২
আলভারো মোরাতা ২০
করিম বেনজেমা ১৯
ইসকো ১১

২০১৭-১৮ মৌসুম (রিয়াল মাদ্রিদ)
ক্রিস্টিয়ানো রোনালদো ৪৪
গ্যারেথ বেল ২১
করিম বেনজেমা ১২
মার্কো এসনসিও ১১

২০১৮-১৯ মৌসুম (জুভেন্টাস)
ক্রিস্টিয়ানো রোনালদো ২৮
পাওলো দিবালা ১০
মারিও মানজুকিজ ১০
ময়েস কীন ৭

২০১৯-২০ মৌসুম (জুভেন্টাস)
ক্রিস্টিয়ানো রোনালদো ৩৭
পাওলো দিবালা ১৭
গঞ্জালো হিগুয়েন ১১
লিওনার্দো বোনুচ্চি ৪

২০২০-২১ মৌসুম (জুভেন্টাস)
ক্রিস্টিয়ানো রোনালদো ৩৬
আলভারো মোরাতা ২০
ফেডরিকো শিসে ১৪
দেজান কুলুভেস্কি ৭

২০২১-২২ মৌসুম (ম্যানচেস্টার ইউনাইটেড)
ক্রিস্টিয়ানো রোনালদো ২৪
ব্রুনো ফার্নান্দেস ১০
জ্যাডন সানচো ৫
মার্কাস রাশফোর্ড ৫

সূত্র: গোল ডট কম


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭