লিভিং ইনসাইড

পাকা আমের পরোটা, দেখে নিন রেসিপি


প্রকাশ: 04/06/2022


Thumbnail

ফলের রাজা আম। বাজারে উঠতে শুরু করছে পাকা আম। এই পাকা আম কেউ দুধ ভাতে খেতে পছন্দ করে, আবার কেউ জুস। তবে এই জুসের সাথে সাথে এখন থেকে সকালের নাস্তায় রাখতে পারেন পাকা আমের পরোটা ! কি অবাক হচ্ছেন ? ভাবছেন পাকা আমের পরোটা আবার কি করে বানায় ? চলুন তাহলে দেখে নেই পাকা আমের পরোটার রেসিপি। সাথে যা যা থাকছে রেসিপিতে-

যা লাগবে- এক কাপ ময়দা, পাকা আমের পেস্ট এক কাপ, লবণ আন্দাজমতো, তেল- তিন টেবিল চামচ, দুধ আধ কাপ।

তৈরি করুন এভাবে-

একটি পাত্রে ময়দা, এক টেবিল চামচ তেল, কিছুটা পরিমাণ দুধ, আমের পেস্ট মিশিয়ে ভাল করে ময়দা মেখে নিন। তারপর মাখা ময়দা থেকে লেচি কেটে নিন। এবার লেচিগুলো নিয়ে বেলুন  চাকির সাহায্যে গোল রুটির আকৃতি করে নিন ।

কড়াইয়ে ততক্ষণ তেল গরম করুন। তেল গরম হলে, পরোটা গুলো ভাল করে ভেজে নিন। এই পরোটা এমনিই খাওয়া যায়। এর সঙ্গে কোনওরকম তরকারি লাগে না। তবে ইচ্ছে করলে, পুদিনার চাটনি বা অন্য কোনও চাটনির সঙ্গে এই পরোটা খাসা লাগবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭