ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি পৌঁছেছে হজ্বযাত্রীদের প্রথম দল


প্রকাশ: 04/06/2022


Thumbnail

সৌদি আরবে পৌঁছেছে বিদেশি হজ্বযাত্রীদের প্রথম দল। ইন্দোনেশিয়ার এই দলটিকে স্বাগত জানিয়েছে দেশটির হজ্ব মন্ত্রণালয়। করোনা মহামারির শুরু হওয়ার পর এই প্রথম বিদেশিরা দেশটিতে হজ্ব করতে যাওয়ার সুযোগ পেলেন।  

মে মাসে সৌদি সরকার জানায়, এ বছর দেশি-বিদেশি মোট ১০ লাখ মানুষকে হজ্বের জন্য অনুমতি দেওয়া হয়েছে। গত বছর ৬০ হাজার ও ২০২০ সালে এক হাজারের কম স্থানীয় মানুষকে এ সুযোগ দেওয়া হয়। ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশগ্রহণ করেছিল।

দেশটির হজ্ব মন্ত্রণালয়ের মোহাম্মদ আল-বিজাভি বলেন বিদেশ থেকে আসা আল্লাহর মেহমানদের গ্রহণ করতে পেরে আমরা খুব খুশি। মহামারির কারণে দুুই বছর এটা সম্ভব হয়নি। তাদের থাকার জায়গা দেওয়া জন্য সৌদি সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান মোহাম্মদ আল-বিজাভি।

তিনি বলেন, হজ্বের জন্য ইন্দোনেশিয়া থেকে আসা একটি দলকে আমরা গ্রহণ করেছি। এরপর মালয়েশিয়া ও ভারত থেকে ফ্লাইট আসা অব্যাহত থাকবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭