ইনসাইড গ্রাউন্ড

রুটের শতকে লর্ডসে জয় পেল ইংল্যান্ড


প্রকাশ: 05/06/2022


Thumbnail

জয়ের পথ গতকালই করে রেখেছিলেন। চতুর্থ দিন প্রয়োজন ছিল শুধু উইকেট টিকে রেখে লক্ষ্যে পৌঁছা। বাকি থাকা ৬১ রান করতেও আজ খুব বেশি সময় নেননি তিনি। 

বেন ফোকসের সঙ্গে ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডকে এনে দিয়েছেন ৫ উইকেটের জয়। ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরিতে ১১৫ রানে অপরাজিত থেকেছেন রুট। তার অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দেওয়া ২৭৭ রানের লক্ষ্য সহজেই টপকে গেছে স্বাগতিক ইংল্যান্ড।

বোলারদের আধিপত্য ছড়ানো ম্যাচটিতে ২৭৭ রানের লক্ষ্য মোটেও সহজ ছিল না ইংল্যান্ডের জন্য। দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সেই চ্যালেঞ্জই জয় করলেন রুট। অধিনায়কত্ব ছাড়ার পর খেলা প্রথম ম্যাচেই দলকে এনে দিলেন দারুণ এক জয়।

ম্যাচের তৃতীয় দিনই জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৬৫ ওভারে ৫ উইকেটে ২১৬ রান। আজ আর ১৩.৫ ওভার খেলেই ৬৩ রান তুলে নেন রুট ও ফোকস। যা নিশ্চিত করে ইংলিশদের জয়। ফোকস অপরাজিত থেকে যান ৩২ রানে।

দলকে জেতানোর পাশাপাশি বিশ্বের ১৪তম ও ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দশ বছরের মধ্যেই এ মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭