ইনসাইড গ্রাউন্ড

রোনালদোর ডাবলে সুইজারল্যান্ডকে ৪-০ তে হারালো পর্তুগাল


প্রকাশ: 06/06/2022


Thumbnail

একদিকে ওসাসুনার মাঠে এস্তোনিয়াকে নিয়ে রীতিমত ছেলেখেলা করা মেসি একাই পেয়েছেন ৫ গোল। অন্যদিকে মেসির প্রতিপক্ষ রোনালদো কি বসে থাকতে পারেন এমন দিনে। বসেও থাকেননি রোনালদো। উয়েফা নেশন্স লিগে প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে জিতিয়েছেন দলকে।

রোববার (০৫ জুন) লিসবনে রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এদিন সুইজারল্যান্ডকে পেয়ে আবারও জ্বলে উঠেন রোনালদো। সতীর্থের গোলেও নাম জড়িয়ে উয়েফা নেশন্স লিগের চলতি আসরে পর্তুগালকে প্রথম জয় এনে দিলেন সিআর সেভেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ে অন্য দুটি গোল করেন উইলিয়াম কারবাইয়ো ও জোয়াও কানসেলো। তিন বছর আগে ঠিক এই দিনেই রোনালদোর হ্যাট্রিকে কপাল পুড়েছিল সুইসদের। সেদিন নেশন্স লিগের প্রথম আসরের ফাইনালসের শেষ চারে ৩-১ গোলে জিতেছিল পর্তুগাল।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের জাতীয় দলের হয়ে গোল হলো ১১৭টি। মেসির করা আন্তর্জাতিক গোলের সংখ্যা ৮৬।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭