ওয়ার্ল্ড ইনসাইড

গ্রেফতার হচ্ছেন ইমরান খান


প্রকাশ: 06/06/2022


Thumbnail

গ্রেফতার হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। হাইকোর্ট থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। 

রোববার (০৫ জুন) এমনটিই জানিয়েছেন তিনি। 

ইসলামাবাদে পিটিআইয়ের দ্বিতীয় লং মার্চের আগে পেশোয়ার হাইকোর্ট (পিএইচসি) ২ জুন ইমরান খানকে পাকিস্তানি রুপির ৫০,০০০ টাকায় জামিন বন্ডের বিপরীতে তিন সপ্তাহের ট্রানজিট জামিন মঞ্জুর করে।
 
সানাউল্লাহ বলেন, আইন অনুযায়ী ইমরানকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সারা দেশে দাঙ্গা, রাষ্ট্রদ্রোহিতা, বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলার অভিযোগে ইমরানের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা হয়েছ।

তিনি বলেন, যারা এখন ইমরানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে, তারাই জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্র তাকে গ্রেফতার করবেন।

প্রসঙ্গত, হাইকোর্টের আদেশে বেশ কয়েকটি মামলায় ইমরান ২৫ জুন পর্যন্ত জামিনে রয়েছেন। গত ২৫ মে আজাদি মার্চকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সময় এসব মামলা দায়ের করা হয়েছিল।

এ দিকে একটি টুইট বার্তায় ইমরান খানের ইসলামাবাদ ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। গত ২৫ মে আজাদি মার্চ শেষে ইমরান খান পেশোয়ারেই অবস্থান করছেন। সূত্র: এনডিটিভি


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭