ওয়ার্ল্ড ইনসাইড

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাকক্ষ ত্যাগ করলেন রুশ রাষ্ট্রদূত


প্রকাশ: 07/06/2022


Thumbnail

সোমবার ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার সমালোচনা করে বক্তব্য দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ছেড়ে উঠে গেছেন রুশ রাষ্ট্রদূত ভাসিলি নাবেনজিয়া।

এই বৈঠকে ইউরোপীয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিশেল বৈশ্বিক খাদ্য সংকটের জন্য রাশিয়াকে দায়ী করে বক্তব্য দেন এবং ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ধর্ষণেরও অভিযোগ তোলেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে আসন ছাড়েন জাতিসংঘে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নাবেনজিয়া।

বৈঠকের শুরুতে নাবেনজিয়া রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেন। এরপর ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান চার্লস মিশেল বিবৃতি পড়া শুরু করলে রুশ রাষ্ট্রদূত সভা কক্ষ ত্যাগ করেন। 

এ প্রসঙ্গে রয়টার্সকে  নাবেনজিয়া বলেছেন,  আমি বসে থাকতে পারিনি, কারণ চার্লস মিশেল মিথ্যা তথ্য ছড়াতে এসেছে।

রুশ রাষ্ট্রদূত নাবেনজিয়া আসন ছেড়ে উঠে যাবার সময় চার্লস মিশেল সরাসরি তাকে লক্ষ্য করে বলেন, "আপনি কক্ষ ত্যাগ করে চলে যেতে পারবেন। কারণ, সত্য শোনার থেকে সম্ভবত এটা সহজ।" 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭