ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তান সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: 07/06/2022


Thumbnail

দুই দিনের সফরে পাকিস্তানে আসছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (৭ জুন) পাকিস্তান পৌঁছানোর কথা রয়েছে জার্মান এই পররাষ্ট্রমন্ত্রীর।

সফরে পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এই দুই নেতার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। এছাড়া আফগানিস্তান প্রসঙ্গ আলোচনায় খুবই গুরুত্ব পাবে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেয়ারবক সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা এবং দুই দেশের মানুষের যোগাযোগের ক্ষেত্র প্রসারিত করার বিষয়গুলো নিয়েও আলাপ করবেন। 

এছাড়া জার্মানিতে আশ্রয় পেতে ইচ্ছুক ইসলামাবাদে অবস্থানরত আফগান অভিবাসীদের সঙ্গেও দেখা করবেন বেয়ারবক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭