ওয়ার্ল্ড ইনসাইড

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের জবাবে আকাশে উড়লো ২০ যুদ্ধবিমান


প্রকাশ: 08/06/2022


Thumbnail

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে দিতে এবার আকাশে যুদ্ধ বিমান উড়িয়ে জবাব দিলো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। শত্রুর হুমকির জবাবে এ মহড়া চালানো হয় যাতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান সহ স্টেলথ ফাইটার জেট আকাশে উড়ে। 

 মঙ্গলবার (০৭ জুন) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, দক্ষিণ কোরিয়ার ১৬টি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের চারটি এফ–১৬ যুদ্ধবিমান পীত সাগর (ওয়েস্ট সি) মহড়া চালায়। 

বিবৃতিতে আরও বলা হয়, উত্তর কোরিয়ার উসকানির বিরুদ্ধে দ্রুত এবং সূক্ষ্মভাবে হামলা চালানোর জন্য মিত্র দেশের সঙ্গে মিলে দৃঢ় ক্ষমতার প্রদর্শন করা হয়েছে। এর আগে সোমবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। 

তার আগে রোববার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে একযোগে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সেনামহড়া শেষ হওয়ার এক দিনের মাথায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এর জবাবে যৌথভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭