ইনসাইড গ্রাউন্ড

হ্যাজলউডে বিধ্বস্ত শ্রীলঙ্কা


প্রকাশ: 08/06/2022


Thumbnail

টি২০ সিরিজের প্রথম ম্যাচে এক ওভারে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে একাই ধসিয়ে দিয়েছেন অজি পেসার জশ হ্যাজলউড। অথচ ফলাফল হতে পারতো ভিন্ন কিছুই। উল্টো ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে বেশ ভালো অবস্থানে ছিলো লঙ্কান ব্যাটাররা। ১১.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই তুলে ফেলে ১০০ রান। শ্রীলঙ্কা কি ২০০ রানের ঘর ছুতে পারবে কিনা যখন তা নিয়ে জল্পনা-কল্পনা তখন এক হ্যাজলউড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় লঙ্কান শিবির। 

১০০ রানে ১ উইকেট হারালেও দ্রুত উইকেট হারিয়ে ১২৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১০ উইকেটের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। ১২৯ রানের লক্ষ্যটা ৬ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৪৪ বলে ৭০ ও অ্যারন ফিঞ্চ ৪০ বলে ৬১ রান করে অপারজিত ছিলেন। 

লক্ষ্যটা ছোট, রান তাড়ায় অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী জুটিতে শুরুটাও অমন উড়ন্তই হয় অস্ট্রেলিয়ার। প্রথম ওভারেই স্পিনার মহীশ তিকসানাকে আনেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা, তবে লাভ হয়নি কোনো। পাওয়ারপ্লের ৬ ওভারেই অস্ট্রেলিয়া তোলে ৫৯ রান।

মাত্র ৩২ বলে অর্ধশতক পেয়ে যান ওয়ার্নার, দ্বিতীয় দফা বৃষ্টি নামার আগে ১২তম ওভারে ১০০ রানও ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ম্যাচে দুবার হানা দিয়েছে বৃষ্টি, প্রথমবার দ্রুত খেলা শুরু হলেও দ্বিতীয়বার বেশ দেরিই হয়েছে। দেরি হলেও অবশ্য ওভার কাটা যায়নি একটিও।

এর আগে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান ফিঞ্চ। অস্ট্রেলিয়া অধিনায়ক কি ভুল করলেন—দানুস্কা গুনাতিলকার ব্যাটিংয়ের সময় এমনটাই মনে হচ্ছিল। ১৫ বলে ২৬ রান করে দলকে ৩৯ রানে রেখে ফেরেন লঙ্কান ওপেনার। এরপর ৬১ রানের জুটি গড়ে দলের রানটাকে তিন অঙ্কে নিয়ে যান পাতুম নিশাঙ্কা ও চারিত আসালাঙ্কা।

দ্বাদশ ওভারের শেষ বলে মিচেল স্টার্ক নিশাঙ্কাকে (৩১ বলে ৩৬ রান) বোল্ড করতেই বিপর্যয়ের সূচনা। এরপর ১৪তম ওভারে আরেক পেসার হ্যাজলউড তো পেয়ে গেলেন ৩ উইকেটে। তাতে ১ উইকেটে ১০০ থেকে দেখতে না দেখতেই শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ১০৩। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ ওভারের তৃতীয় বলে অলআউট শ্রীলঙ্কা। ২৮ রানে স্বাগতিকেরা হারায় শেষ ৯ উইকেট। ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন হ্যাজলউড। স্টার্ক ৩ উইকেট নিতে খরচ করেছেন ২৬ রান। আসালাঙ্কা করেন লঙ্কান ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান, ৩৪ বল খেলে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭