ইনসাইড গ্রাউন্ড

কোহলির রেকর্ড ভাঙ্গবেন বাবর!


প্রকাশ: 08/06/2022


Thumbnail

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ড নিজের করে নিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের প্রয়োজন মাত্র ৯৮ রান। তাহলেই অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের নজির গড়বেন তিনি।

অধিনায়ক হিসেবে বর্তমানে দ্রুততম এক হাজার রান তোলার রেকর্ডটি কোহলির দখলে রয়েছে। মাত্র ১৭ ইনিংসে সেই মাইলস্টোন পেরিয়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তবে কোহলির সেই রেকর্ড বাবরের কাছে হাতছাড়া হবার সম্ভাবনা দেখা দিয়েছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দায়িত্ব পাওয়ার পর মাত্র ১২ ইনিংসে ইতোমধ্যেই ৯০২ রান তুলে ফেলেছেন। বিরাটের রেকর্ডটি স্পর্শ করতে প্রয়োজন মাত্র ৯৮ রান। এর জন্য তার হাতে আছে আরও ৫ ইনিংস।

আজ মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে চলেছে পাকিস্তান। ম্যাচে ৯২ রানের ইনিংস খেলে আজই রেকর্ড নিজের করে নিতে পারেন। অথবা রেকর্ডের আরও কাছে এগিয়ে যেতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ আগামী শুক্রবার এবং রবিবার। সুতরাং ঘরের মাটিতে এই সিরিজে কোহলির রেকর্ড ভাঙ্গার সুযোগ রয়েছে পাকিস্তান অধিনায়কের সামনে। 

একদিনের ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড

এ পর্যন্ত ২৬০ টি ম্যাচে (২৫১ ইনিংসে) ১২ হাজার ৩১১ রান করেছেন বিরাট কোহলি। সর্বোচ্চ ১৮৩ রান। স্ট্রাইক রেট ৯২.৯২। শতরান হাঁকিয়েছেন ৪৩টি। অর্ধশতরান করেছেন ৬৪টি।

একদিনের ক্রিকেটে বাবর আজমের রেকর্ড

৮৬টি একদিনের ম্যাচে (৮৪টি ইনিংস) ৪ হাজার ২৬১ রান করেছেন বাবর। সর্বোচ্চ ইনিংস ১৫৮ রানের। ১৬টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি করেছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭