ইনসাইড এডুকেশন

পরীক্ষা হলে ঢুকতে হবে আধাঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/01/2018


Thumbnail

পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। তা না হলে পরীক্ষায় অংশ নিতে পারবে না।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য এ নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের বিষয়ে কড়াকড়ি করলেও বাধ্যতামূলক ছিল না।

সভায় জানানো হয়, পরীক্ষাকেন্দ্রে কেউ স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও একাধিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/এসএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭