ওয়ার্ল্ড ইনসাইড

মাঙ্কিপক্স নিয়ে সতর্কবার্তা দিলেন ডব্লিউ.এইচ.ও প্রধান


প্রকাশ: 09/06/2022


Thumbnail

মাঙ্কিপক্সকে হেলাফেলা না করার করারর পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেসুস। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তিনি সব দেশকে মাঙ্কিপক্স আক্রান্ত সবাইকে শনাক্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

টেড্রোস আধানম গেব্রেসুস বলেন, "২৯ দেশে এক হাজার মাক্সিপক্স শনাক্ত করা হয়েছে, তবে কোথাও এখনও মহামারী রূপ নেয়নি। এখনও কোথাও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্ত দেশগুলোকে সংক্রমণ নিয়ন্ত্রণে সব মাঙ্কিপক্স আক্রান্তকে শনাক্ত করার আহ্বান জানাচ্ছে।" 

মাঙ্কিপক্সের ভ্যাক্সিন থাকলেও তার সরবরাহ যথেষ্ট নেই বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

মাঙ্কিপক্স থেকে রক্ষা পেতে গণটিকা কার্যক্রম চালু করার বিষয়টিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচনাধীন বলেও জানিয়েছেন টেড্রোস আধানম গেব্রেসুস।

ডব্লিউ.এইচ.ও প্রধান বলেছেন, মাঙ্কিপক্সের লক্ষণ আছে এমন লোককে অবশ্যই ঘরে থাকতে হবে। আর যারা আক্রান্তের সংস্পর্শে গেছেন তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭