ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কার পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন প্রেসিডেন্টের আরেক ভাই


প্রকাশ: 09/06/2022


Thumbnail

রাজাপাকসে পরিবারের আরেক সদস্য প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের ও সাবেক প্রধানমন্ত্রী মাহেন্দ্রা রাজাপাকসের ছোট ভাই বাসিল রাজাপাকসে দেশটির পার্লামেন্ট থেকে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

পদত্যাগের সময় তিনি বলেন, ‘আজ থেকে আমি আর সরকারের কোন কাজে যুক্ত থাকছি না। তবে আমি রাজনীতি থেকে অবসরে যাচ্ছি না।’

রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে শ্রীলঙ্কার জনগণ আন্দোলন শুরু করলে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন প্রধানমন্ত্রী মাহেন্দ্রা রাজাপাকসে তবে নিজের পূর্ণ মেয়াদ শেষ হওয়া আগে পদ না ছাড়ার কথা ঘোষণা দিয়েছেন গোতাবায়ে রাজাপাকসে।  

এদিকে শ্রীলঙ্কার পার্লামেন্টে যে সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে, তাতেও প্রেসিডেন্টের ক্ষমতা বেশ কমানো হচ্ছে। 

ফলে গোতাবায়া দায়িত্বে থাকলেও তেমন ক্ষমতা পাচ্ছেন না। আর পদত্যাগ করতে বাধ্য হওয়া মাহিন্দারও রাজনীতিতে ফেরার সম্ভাবনা কার্যত আর নেই। কারণ বয়সের ভার আর বর্তমান রাজনৈতিক ফের কাটিয়ে উঠে মাহিন্দার পক্ষে আবার রাজনীতিতে ফেরা সম্ভব নয় বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭