ইনসাইড ইকোনমি

২০২২-২৩ অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহ করা হবে ৩১.৪২ লাখ মেট্রিক টন


প্রকাশ: 09/06/2022


Thumbnail

আসন্ন ২০২২-২৩ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে ৩১ দশমিক ৪২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (০৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান নিয়ে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী বলেন, নতুন অর্থবছরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সরকারি ব্যবস্থাপনায় চাল-গমের ক্রয়-বিক্রয় ব্যবস্থা অব্যাহত রাখব। তাই অভ্যন্তরীণ উৎস থেকে ৩১ দশমিক ৪২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

অন্যদিকে বাজেটে একই সময়ে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ ৯৫ হাজার মেট্রিক টন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের ধারণ ক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

মুস্তফা কামাল বলেন, আমরা আশা করছি, ২০২২-২৩ অর্থবছরে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব হবে। এছাড়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী খাদ্যশস্য সংরক্ষণ ক্ষমতা ৩৭ লাখ মেট্রিক টনে উন্নীতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। খাদ্যশস্যের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান গুদামগুলোর ধারণ ক্ষমতা বজায় রাখতে নতুন উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আলুর বাম্পার উৎপাদনের ক্ষেত্রে কৃষকরা যাতে স্বল্পমেয়াদে (৩-৪ মাস) ও সাশ্রয়ী ব্যয়ে তা সংরক্ষণ করতে পারেন, সেজন্য বাস্তুভিটাতেই ক্ষুদ্র আকৃতির (২৫ ফুট লম্বা ও ১৫ ফুট প্রস্থের) ‘প্রাকৃতিক আলু সংরক্ষণাগার’ স্থাপনে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ। সেই থেকে যাত্রা শুরু হয়ে আজ ৫১তম বাজেট পেতে যাচ্ছে বাংলাদেশ।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। নতুন এ বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ধরা হবে ৫ দশমিক ৫ শতাংশ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭