ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানকে ৩ কোটি ডলার সহায়তা সৌদির


প্রকাশ: 09/06/2022


Thumbnail

মানবিক সহায়তা বাবদ আফগানিস্তানকে ৩ কোটি ডলার দান করেছে সৌদি আরব। মুসলিম দেশগুলোর প্রধান বৈশ্বিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) আওতাধীন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের গঠন করা তহবিল আফগানিস্তান হিউম্যানিটেরিয়ান সহায়তা ট্রাস্ট ফান্ডে দান করা হয়েছে এই ডলার। সূত্র: এসপিএ

ওআইসির আফগানিস্তান বিষয়ক দূত তারিক আলি বাখিত আমিরাতের সংবাদমাধ্যম আল আরাবিয়াকে জানান, দেশটিতে ওআইসির একটি শাখা কার্যালয় রয়েছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওআইসির আফগানিস্তান শাখা যৌথভাবে এই অর্থ ব্যয় করবে।

কট্টরপন্থী তালেবান সরকারকে এখন পর্যন্ত কোন দেশ স্বীকৃতি দেয়নি। ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে আর্থিক সহায়তা প্রদান বন্ধ করে দেয় আন্তর্জাতিক বিভিন্ন দাতাসংস্থা।এতে ব্যাপকভাবে বিপর্যস্ত হয় বিদেশি সহায়তানির্ভর দেশটির অর্থনীতি।

জাতিসংঘ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকই বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। 

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীকে সরাসরি এ অর্থ দেওয়া হয়নি। মূলত আফগানিস্তানের সাধারণ জনগণের ভোগান্তি দূর করা, মানবিক বিপর্যয় রোধ এবং যে কোনো অর্থনৈতিক সংকট নিরসনে ব্যয় করা হবে এই ফান্ডের অর্থ। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭