ওয়ার্ল্ড ইনসাইড

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন সড়কে গুলিতে নিহত ২


প্রকাশ: 10/06/2022


Thumbnail

কলকাতায় পার্ক সার্কাস এলাকায় এলোপাতাড়ি গুলি চালিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন সড়কে এক নারীকে গুলিবিদ্ধ করে হত্যা করার পর নিজ অস্ত্র দিয়ে নিজেই আত্নহত্যা করেন এক পুলিশ সদস্য।  

শুক্রবার (১০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। তুদুপ লেপচা নামে কলকাতা আর্মড পুলিশের ওই সদস্য ছুটি শেষে আজ সকালেই কাজে যোগদান করেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি এলোপাতাড়ি গুলি চালান ওই পুলিশ সদস্য। এতে বাইকে থাকা এক নারীর পিঠে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান। পরে গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন।

পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন ওই পুলিশ সদস্য। যার ফলেই এ ঘটনা ঘটিয়েছেন। তবে ঠিক কী কারণে এ ঘটনা তার জন্য কড়েয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, ওই নারী একটি মোটরসাইকেলে ছিলেন। এলোপাতাড়ি ছোড়া গুলি গিয়ে লাগে চালকের পিঠে। বাইকের পেছনে থাকা তার শরীরেও গুলি লাগে। এছাড়া দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। 

এদিকে এ ঘটনায় পার্ক সার্কাস এলাকায় সড়ক অবরোধ করেছে সাধারণ মানুষ। বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে খবর, এ ঘটনার সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের কোনো যোগসূত্র নেই। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭