ওয়ার্ল্ড ইনসাইড

বেতন বাড়ছে পাকিস্তানের সরকারি চাকরিজীবিদের


প্রকাশ: 10/06/2022


Thumbnail

সরকারি চাকরিজীবিদের বেতন বাড়ছে পাকিস্তানে। সরকারী কর্মীদের ১৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির সরকার। পাশাপাশি পেনশনও বাড়ছে ৫ শতাংশ। সূত্র: জিও টিভি

শুক্রবার (১০ জুন) দেশটির বাজেট ঘোষণার পূর্বেই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বাজেট প্রস্তাব পর্যালোচনার জন্য বৈঠক করেছে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভায় অনুমোদনের পর দেশটির পার্লামেন্টে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।

একদিন আগেই পাকিস্তানি অর্থমন্ত্রী জানিয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে পাকিস্তান ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে দেশটির ‘অর্থনৈতিক অবস্থা অনুযায়ী’ সরকারী কর্মচারীদের বেতন বাড়ানো হবে বলে জানান তিনি।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে সেনাবাহিনীর বেতনও বাড়ানো হয়েছে। একই সাথে প্রতিরক্ষা খাতে মোটা অংকের বরাদ্দ বাড়িয়েছিলেন শাহবাজ শরিফ। চলতি অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার কোটি রুপি করার অনুমোদন দিয়েছে বর্তমান ক্ষমতাশীন সরকার। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭