ইনসাইড পলিটিক্স

টার্গেট যখন সরকার পতন


প্রকাশ: 12/06/2022


Thumbnail

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতির ময়দান ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে। দেশ-বিদেশের ষড়যন্ত্রের ডানা মেলছে। পদ্মা সেতু নিয়ে মানুষের মধ্যে যে আবেগ অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে মানুষ দেশের উন্নয়নের জন্য ধারাবাহিক সরকারকে আবশ্যক মনে করছে। কিন্তু কিছু রাজনৈতিক দল তা চায় না। তারা ভিনদেশিদের স্বার্থসিদ্ধির জন্য উঠেপড়ে লেগেছে। সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় দেখা গেছে যে তারা ইতোমধ্যে মাঠে সরব হয়ে উঠতে শুরু করেছে। আর এর পিছনে বিএনপি-জামায়াতে ইন্ধন আছে বলে ধারণা করছে বিভিন্ন মহল।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে মাত্র চারদিনের ব্যবধানে দুই জায়গায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। থানার ওসিসহ অন্তত পাঁচ পুলিশ সদস্য এতে আহত হয়েছেন, ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে। জানা গেছে, পুলিশের ওপর হামলা করার মতো কোনো যৌক্তিক কারণ বা পরিস্থিতি ছিল না এসব ঘটনায়। একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে পুলিশের ওপর ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। অন্যদিকে বৈদেশিকে একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা লক্ষ্য করা গেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইমাম-ওলামা পরিষদসহ কয়েকটি সংগঠনের মিছিল থেকে গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে হামলা, ভাঙচুর ও ব্যানার ছেড়ার ঘটনা ঘটেছে। রাসুল (সা.)- এর অবমাননা যেখানেই হোক, বিশ্বের যে প্রান্তেই হোক, আমরা তার তীব্র নিন্দা জানাই। যারা এই অবমাননার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট দেশের আইনি কাঠামোর ভিত্তিতে তাদেরকে আইনি শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু সেই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা কোনোভাবেকাম্য নয়। 

এদিকে প্রস্তাবিত বাজেট নিয়েও সরব বিরোধী রাজনৈতিক দলগুলো। বাজেটের ক্রটি ধরে সরকারের পদত্যাগ দাবি করা হচ্ছে। কিন্তু সেই ক্রটিগুলোর বিকল্প কি হতে পারে বা কি করা যেতে পারে সেটা নিয়ে কেউ কথা বলেছেন না। কারণ তাদের উদ্দেশ্য যে বাজেট নয়, যেকোনো অজুহাতে সরকারের পতন। সামনে নির্বাচনকে কেন্দ্র এসব হামলার পেছনে ‘স্বার্থান্বেষী মহলের ইন্ধন’ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা বলছেন, যে কোনো বাহিনীর তুলনায় পুলিশ জনগণের কাছাকাছি থাকে। মাঠ পর্যায়ে সরাসরি পুলিশই দায়িত্ব পালন করে। যে কারণে স্বার্থান্বেষী মহল সহজেই পুলিশকে টার্গেট করে। তারা পুলিশের মনোবল ভেঙ্গে দিতে পুলিশের ওপর হামলা করে পরিস্থিতি অস্বাভাবিক করে ফায়দা লুটতে চায়। বিশ্লেষকরা বলছেন, জুরাইনে আর মোহাম্মদপুরে পুলিশের ওপর হামলার ঘটনা এবং গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে হামলা, ভাঙচুর ও ব্যানার ছেড়ার ঘটনা একই সূত্রে গাথা। যার মূল টার্গেট সরকার পতন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭