কোর্ট ইনসাইড

গুরুতর অসুস্থ বিচারপতি গোলাম রাব্বানী


প্রকাশ: 12/06/2022


Thumbnail

দেশের প্রবীণ আইনজীবী সাবেক বিচারপতি গোলাম রাব্বানী বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।

রোববার (১২ জুন) গোলাম রাব্বানীর বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হাসান তার বাবার সুস্থতা চেয়ে আত্মীয়-স্বজন ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত।

১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১২ সালে তিনি বিচারপতি থেকে অবসরে যান।  

গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭