ওয়ার্ল্ড ইনসাইড

নিহত রুশ সেনার সংখ্যা জুনেই ৪০ হাজার ছাড়াবে: জেলেনস্কি


প্রকাশ: 13/06/2022


Thumbnail

সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। চলমান রক্তক্ষয়ী এই যুদ্ধে জুন মাসেই রাশিয়ার সেনা নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রেসিডেন্টের দাবি, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে উন্নত প্রতিরক্ষায় সহযোগিতা পাওয়া গেলে ইউক্রেন অনেক ট্র্যাজেডি এড়াতে পারতো।

রোববার যুদ্ধের ১০৯তম দিনে জাতির উদ্দেশে নিয়মিত দেওয়ায় ভাষণে জেলেনস্কি বলেন, রুশ জেনারেলরা যুদ্ধে অদক্ষ সৈন্যদের ব্যবহার করছেন। এছাড়া তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার জন্য আবার আহ্বান জানান।

ইউক্রেনের সেভেরোদনেৎস্কে রাসায়নিক কারখানায় রুশ বাহিনীর গোলাবর্ষণে আগুন লেগেছে। সেখানে আটকা আছে ৮শ বেসামরিক নাগরিক। দনবাসে লড়াই তীব্র হওয়ায় পালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। খারকিভে বেসামরিক মানুষ হত্যায় রুশ সেনারা নিষিদ্ধ ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এদিকে, রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের শহর মারিওপোলের রাস্তায় উড়ছে রাশিয়ার পতাকা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭