ওয়ার্ল্ড ইনসাইড

তুরস্কের বাধায় ফিনল্যান্ডের ন্যাটোতে প্রবেশ আটকে রয়েছে


প্রকাশ: 15/06/2022


Thumbnail

স্পেনের মাদ্রিদে আসন্ন ন্যাটোর সামিটের আগে তুরস্কের সঙ্গে তারা কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি থমকে যেতে পারে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। 

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি এই পর্যায়ে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা মাদ্রিদ সামিটের আগে বিষয়গুলো সমাধান না করি, তাহলে বিষয়টি থমকে যাওয়ার ঝুঁকি থেকে যাবে। আমরা জানি না এটি কত সময়ের জন্য থমকে থাকবে, তবে এটি লম্বা সময়ের জন্য থমকে থাকবে।

প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটোর সব দেশ তাদের আমন্ত্রণ জানায়। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সরাসরি বলেন, তারা এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে না। তুরস্কের দাবি, ফিনল্যান্ড-সুইডেন পিকেকে ও ওয়াইপেজে'র  মতো জঙ্গী দলগুলোকে মদদ দেয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭