ইনসাইড গ্রাউন্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের এ কি হাল!


প্রকাশ: 15/06/2022


Thumbnail

‘শনির দশা’ চলছে ফ্রান্স ফুটবলের উপর। দলটা যে জয়ের স্বাদ কেমন হয় সেটাই ভুলতে বসেছে। উয়েফা নেশনস লিগের আগের আসরের চ্যাম্পিয়ন দল ফ্রান্স। অথচ চলতি আসরে এখনও জয় নামক সোনার হরিণের দেখা পায়নি তারা। গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোলের ব্যবধানে আবারও হেরেছে দিদিয়ের দেশমের দল। 

গেল বছর ইউরো কাপের শেষ আটে উঠতে পারেনি বিশ্বজয়ী ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সুইজারল্যাান্ডের সাথে ৩-৩ গোলে অমীমাংসিত হবার পর ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যাবধানে হেরে ছিটকে পড়ে ইউরো সেরার লড়াই থেকে। 

পাঁচমাস পরই কাতার বিশ্বকাপ। বড় এই টুর্নামেন্টের আগে ইউরোপীয় দলগুলোর সামর্থ্য প্রমাণের সুযোগ থাকছে চলমান উয়েফা নেশন্স লিগে। নেশন্স লিগ নামে ভারি না হলেও বিশ্বকাপের প্রস্তুতি অন্তত নেওয়াই যায়। সেখানে ফ্রান্সের প্রস্তুতি যেমন হচ্ছে, ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। দুটি ড্র, দুটি হার। জয় নেই! 'এ১' গ্রুপের তলানিতে গিয়ে নেশনস লিগে চূড়ান্ত চার দলের তালিকায় নাম লেখাতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। উয়েফার অন্তর্ভুক্ত ৫৫ দেশের এই ফুটবল টুর্নামেন্ট এক অর্থে ইউরোপ সেরারই লড়াই। অথচ গ্রুপ পর্বে লিগের প্রথম চার ম্যাচের একটিতে জিততে পারেনি ফ্রান্স। নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের সাথে ২-১ গোলে হেরে ‘আপসেট’ এর জন্ম দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। এর পরের ম্যাচ ক্রোয়েটদের মাঠে সাথে ১-১ গোলে ড্র করে জয়ের আশা জাগিয়েও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে গেলবারের চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে অস্ট্রিয়ার সাথে ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের গোলে ড্র করে মান বাঁচায় ফ্রান্স। গতকাল চতুর্থ ম্যাচে ঘরের মাঠে লুকা মদরিচের একমাত্র গোলে ক্রোয়েশিয়ার কাছে হেরে এই পতন আজ নিশ্চিত হলো।

বিশ্বকাপের আগে যেখানে ফেবারিট দলগুলো প্রতিপক্ষের জালে গোল উৎসব করে একের পর এক জয় তুলে নিচ্ছে, ফরাসিরা সেখানে যেন খাবি খাচ্ছে একটি জয়ের জন্য। নভেম্বর কাতার বিশ্বকাপের জন্য সব দলই নিজেদের বাজিয়ে নিচ্ছে, সেখানে ফ্রান্স যেন খেই হারিয়ে নিজেদের খুঁজছে? 

জয়ের জন্য মরিয়া ফ্রান্সের তারকা খেলোয়াড়েরা অবশ্য ক্লাবে স্বনামে উজ্জ্বল। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এবারের ব্যালন ডি’অর প্রত্যাশী। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেও পিএসজি’র সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছেন। অ্যান্তোনি গ্রিজম্যান, কিংসলে কোমান, অলিভার জিরুডের মত ফরোয়ার্ড নিয়ে গড়া বিশ্বসেরা অ্যাটাকিং দলের মিডফিল্ডে দারুণ ছন্দে আছেন পল পগবা, এনগোলো কান্তে। তরুণ মিডফিল্ডার অরেলিয়ান শৌয়ামনিকে নিয়ে তো ইউরোপের দলগুলোর কাড়াকাড়ি শেষ হল রিয়াল মাদ্রিদে চুক্তির মাধ্যমে। ইব্রাহিম কোনাতে, থিয়াগো হার্নান্দেজ, রাফায়েল ভারানে, উইলিয়াম সালিবা, বেঞ্জামিন পাভার্ডের মত তারকা ডিফেন্ডার এবং হুগো লরিস, আলফোনসো অরেওলা বা মাইক মাইগনানের মত গোলকিপার স্কোয়াডে থাকা দলটি কেন ম্যাচের পর ম্যাচ জয়বঞ্চিত থাকছে? সেটা এক অমীমাংসিত রহস্য যেন। 

দিদিয়ের দেশমের হিসেবে কোথাও কি কোন গড়মিল হচ্ছে?



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭