ইনসাইড বাংলাদেশ

৩০ বছরের অপেক্ষার পর আজ ভোট হচ্ছে যে ইউনিয়নে


প্রকাশ: 15/06/2022


Thumbnail

দেশের দক্ষিণে নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া উপজেলার দুটি ইউনিয়নে দীর্ঘ ৩০ বছর পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে আজ দেশের বিভিন্ন জেলায় ১৭৬ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে সকাল সকাল। 

জানা গেছে, হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন হরনী ও চানন্দী ইউনিয়নে নদী ভাঙ্গন ও সীমানা বিরোধসহ নানা জটিলতায় ১৯৯২ সালের পর নির্বাচন হয়নি। আজ বুধবার এই দুই ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ভোট।

এই দুই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে হরনী ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৪৬৭জন (পুরুষ ১১ হাজার ৮৮০ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৫৮৭ জন) চানন্দী ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ৪০ হাজার ৭০১ জন (পুরুষ ভোটার ২০ হাজার ৯০১ জন ও মহিলা ভোটার ১৯ হাজার ৮০০ জন)।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭