ইনসাইড বাংলাদেশ

ইভিএম নষ্ট হয়ে কালিয়াকৈরে ভোগান্তিতে ভোটাররা


প্রকাশ: 15/06/2022


Thumbnail

ইভিএম মেশিন নিয়ে আজ সারা দেশে শুরু থেকেই নানা বিড়ম্বনার কথা শোনা যাচ্ছে। ইভিএম মেশিন নষ্ট হয়ে গিয়ে তেমনি এক বিড়ম্বনার আর ভোগান্তিতে পড়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটাররা। 

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনে তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল আটটা থেকে চারটি ইভিএম বিকল হওয়ায় ভোটগ্রহণ বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন ওই কেন্দ্রের ভোটাররা।

ভোট দিতে আসা আফসার উদ্দিন জানান, সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কোনও ভোটগ্রহণ হচ্ছে না। ইভিএম নষ্ট।

তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আতোয়ার রহমান জানান, ইভিএম নষ্ট থাকায় ধীরগতিতে ভোটগ্রহণ চলছিল। তবে এখন মেশিন ভাল হয়ে গেছে, ভোটগ্রহণও চলছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭