কালার ইনসাইড

শতভাগ লোকাল সিনেমা ‘সাহস’


প্রকাশ: 15/06/2022


Thumbnail

একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত ‘সাহস’ সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। গেল বছরের জুনে গালাগালি, কিশোর গ্যাঙ, পুলিশের ব্যবহার ঠিকমতো হয়নি, এমন মতামত দিয়ে সিনেমাটি ‘প্রদর্শনযোগ্য নয়’ বলে মতামত দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। একাধিক সংশোধনের পর গেল বছরের সেপ্টেম্বরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।

সব কিছু ছাপিয়ে ১৬ জুন রাত ৮টায় চরকিতে ‘প্রদর্শনযোগ্য নয়’ ঘোষণা করা সিনেমাটিই মুক্তি দেওয়া হচ্ছে। চরকির জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

চরকি বলেছে, সেন্সর বোর্ড যে সিনেমাটিকে ‘প্রদর্শনযোগ্য নয়’ বলেছে, সেখানে গালিযুক্ত সংলাপ রয়েছে। এ ছাড়া সেন্সর পাওয়া সিনেমাটিতে তেমন কোনও পার্থক্য নেই। সে কারণে তারা আনসেন্সরড সিনেমাটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।

তরুণ পরিচালক সাজ্জাদ খানের প্রথম সিনেমা ‘সাহস’। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান, নাজিয়া হক অর্ষা, খাইরুল বাসার, কুন্তল বিশ্বাস বিকু। এ ছাড়া একঝাঁক নতুন অভিনেতা অভিনয় করেছেন সিনেমাটিতে, যাঁদের বেশির ভাগই বাগেরহাটের স্থানীয়। খালিদ মাহবুব তূর্য, শাফিন সানি, রাজেশ সেন, রিজিয়া পারভীন, বাবুল রহমান, সাহেদ রানা, ইমরান হোসাইন ফার্সিসহ অনেকেই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭