ইনসাইড বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় আটক ২২


প্রকাশ: 15/06/2022


Thumbnail

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার সময় ২২ জনকে আটক করা হয়েছে। 

বুধবার (১৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 

নাটাই দক্ষিণ ছাড়াও জেলার কসবা উপজেলার মূলগ্রাম এবং বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়াদৌলত ও আইয়ূবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ২২ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে নাটাই দক্ষিণ ইউনিয়নের ছোটহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সাতজন, নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চারজন এবং আবদুল হক একাডেমী ভোটকেন্দ্র থেকে ১১ জনকে আটক করা হয়। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭