ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে চীন


প্রকাশ: 16/06/2022


Thumbnail

ইউক্রেনে রাশিয়া আগ্রাসনে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞায় দিয়ে চলেছে তখন কাছের বন্ধুর মত সব সময় পাশে ছিলো চীন। এবার আরো একবার দেশটির পাশে থাকার বিষয়ে নিজেদের অঙ্গীকারের কথা জানান দিলো চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। 

বুধবার (১৫ জুন) আবারও রাশিয়ার পাশে থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন চীনের প্রেসিডেন্ট। এ সময় শি জিন পিং বলেন, মস্কোর ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে চীন।

শি জিন পিংকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রাশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এর মধ্যে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭