ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় অবরুদ্ধ শিশুদের মানসিক বিকাশ


প্রকাশ: 16/06/2022


Thumbnail

গোটা ফিলিস্তিনেই ইসরায়েলি আগ্রাসনে অলিখিত কারাগারে পরিণত হয়েছে অনেক বছর ধরে। তবে পশ্চিম তীর কিছুটা শান্ত থাকলেও গাঁজা উপত্যাকায় ইসরায়েলি আগ্রাসন চলে সবচেয়ে বেশি। আর যেকোন যুদ্ধের প্রভাব সবসময়েই শিশুদের উপরে পরে, ধ্বংস করে তাদের স্বাভাবিক ও মানসিক বিকাশ। 

সুতরাং গাজার এই অবরুদ্ধ অবস্থার প্রভাব সন্দেহাতীতভাবেই পড়ছে শিশুদের ওপর। শিশু সুরক্ষায় কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিল্ড্রেনের’ একটি প্রতিবেদন বলছে, গাজায় ১৫ বছর ধরে চলা অবরুদ্ধ অবস্থার কারণে প্রতি ৫ শিশুর মধ্যে ৪ জনই হতাশা, দুঃখ ও আতঙ্কে ভোগে। শতাংশের হিসেবে যা ৮০%।

‘ট্রাপড’ শিরোনামের ওই রিপোর্টে ৪৮৮ শিশু ও ১৬৮ পিতা-মাতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ২০০৭ সাল থেকে গাজাকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। তাই বর্তমানে গাজার ৮ লাখ শিশুর অনেকেই জানে না মুক্ত জীবন কাকে বলে।

২০১৮ সালের একই ধরনের একটি গবেষণা করেছিল সেভ দ্য চিল্ড্রেন। সেবার ৫৫ শতাংশ ছিল হতাশাগ্রস্ত শিশুর সংখ্যা, এবার সেই সংখ্যা বেড়ে ৮০ তে দাঁড়িয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭