ইনসাইড বাংলাদেশ

উন্নত রাষ্ট্রে পরিণত হতে জাপান বাংলাদেশকে সহায়তা করবে, আশাবাদ প্রধানমন্ত্রীর


প্রকাশ: 16/06/2022


Thumbnail

উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য জাপান বাংলাদেশকে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (১৬ জুন) জাইকা বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, বঙ্গবন্ধু ১৯৭৩ সালে টোকিও যান। সেখান থেকে জাপান এবং বাংলাদেশের বন্ধুত্বের ভিত্তি স্থাপিত হয়। বাবা বঙ্গবন্ধুর গড়ে যাওয়া সম্পর্ককে নতুন মাত্রা গড়ায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে তিনি ধন্যবাদ দেন।

তিনি আরও বলেন, জাপান ও বাংলাদেশের স্ট্র্যাটেজিক অংশীদারিত্বে বাংলাদেশের মাতারবাড়ি পোর্ট, যমুনার ওপর শেখ মুজিব ব্রিজ, মেট্রোরেল, শাহজালাল এয়ারপোর্টের তিন নাম্বার টার্মিনাল ইত্যাদি জাইকার সাহায্য ও অর্থায়নে তৈরি হচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে উন্নীত হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে ১০ বিলিয়ন ইয়েন কোভিড রেসপন্স সহায়তার সাইনিং ছবি প্রদর্শন করা হয়। এরপর জাইকা বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছরের পরিক্রমা একটি ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হয়। সমাপনী বক্তব্যের শেষে ব্যতিক্রমধর্মী মনোজ্ঞ এক আয়োজন করা হয়। সেখানে কারাতে পারফরম্যান্স প্রদর্শিত হয় এবং সংগীত পরিবেশন করা হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭