ইনসাইড পলিটিক্স

‘এক এমপিকে যদি সামলাতে না পারে, তিনশ’ এমপিকে কীভাবে সামলাবে ইসি’


প্রকাশ: 17/06/2022


Thumbnail

বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেন বলেছেন, কুমিল্লার একজন এমপিকে সামলাতে পারল না নির্বাচন কমিশন (ইসি)। একজন এমপিকে যদি সামলাতে না পারে, তাহলে তিনশ’ এমপিকে কীভাবে সামলাবে বর্তমান কমিশন? 

বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মোশারফ হোসেন বলেন, নির্বাচন কমিশন তাদের কথা এরই মধ্যে পরিবর্তন করেছে। ইসি বলেছে- ভোট হয়ে গেছে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।

তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনে সাক্কু এগিয়ে থাকলেও শেষ মুর্হূতে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএমে যদি স্বচ্ছতা আনা না যায় তাহলে বাংলাদেশের মানুষের নূন্যতম বিশ্বাস থাকবে না।

তিনি আরও বলেন, দেশে বড় বড় মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি হয়। আর মেগা প্রকল্পে অনেকেই দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে যায়। বাজেটে জনকল্যাণের জন্য কিছুই স্থান পায়নি। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে, স্বস্তির কোনও কথা নেই বাজেটে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭