ওয়ার্ল্ড ইনসাইড

করোনা আক্রান্ত সোনিয়া গান্ধীর ফুসফুসে সংক্রমণ


প্রকাশ: 17/06/2022


Thumbnail

কোভিড পরবর্তী শারীরিক অসুস্থতায় ভুগছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

শুক্রবার (১৭ জুন) ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, শ্বাসযন্ত্রে ছত্রাক সংক্রমণ শনাক্ত হয়েছে কংগ্রেস নেত্রীর। ইতোমধ্যে নাক দিয়ে রক্ত পড়ার খবরও এসেছে গণমাধ্যমে। 

এদিকে কংগ্রেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড-পরবর্তী উপসর্গসহ তার নিম্ন শ্বসনতন্ত্রের ছত্রাকের সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার অধীনে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭