ক্লাব ইনসাইড

সুনামগঞ্জে গিয়ে বন্যায় আটকা ঢাবির ২১ শিক্ষার্থী, উদ্ধারের আবেদন


প্রকাশ: 17/06/2022


Thumbnail

সিলেটের সুনামগঞ্জে ভ্রমণে গিয়ে বন্যার কারণে আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ শিক্ষার্থী। খাবার, পানির সংকট ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে চরম অনিশ্চয়তায় আছেন তারা। খুব দ্রুত উদ্ধারের অনুরোধ জানিয়েছেন তারা। 

তাদের সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়,  তিন দিন আগে ওই শিক্ষার্থীরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হলে সুনামগঞ্জ শহরের 'পানসি' নামের একটি রেস্তোরাঁয় (মামুন পরিবহনের অফিসের পাশে) আশ্রয় নিয়েছেন তারা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও রয়েছেন।

শুক্রবার (১৭ জুন) দুপুরে আটকা পড়া শিক্ষার্থীদের একজন মো. শোয়াইব আহমেদ বলেন, ‘আমরা এখানে খাবার, সুপেয় পানির সংকটে আছি। এখানে শৌচাগারের ব্যবস্থাও নেই। এখানে মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না। সব মিলিয়ে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি। আমাদের মধ্যে চরম অনিশ্চয়তা কাজ করছে। উদ্ধারের জন্য আমরা আবেদন জানাচ্ছি।’

এই বিষয়ে ঢাবির প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ‘আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এ ব্যাপারে আমরা সহযোগিতা কামনা করছি। প্রয়োজনে প্রশিক্ষিত উদ্ধারকারী দল পাঠিয়ে শিক্ষার্থীদের উদ্ধারের জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭