ইনসাইড বাংলাদেশ

সুনামগঞ্জে বন্যায় আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থী উদ্ধার


প্রকাশ: 18/06/2022


Thumbnail

সুনামগঞ্জে বেড়াতে গিয়ে বন্যার কবলে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে খবর পেয়ে ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করতে শহরের পানশী রেস্তোরাঁয় যান সিলেট জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। সেখানে থেকে শিক্ষার্থীদের সরিয়ে জেলা পুলিশ লাইন্সে নেওয়া হয়।
 
ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ শুক্রবার সন্ধ্যায় ফোনে সাংবাদিকদের জানান, তারা এখন পানশী রেস্তোরাঁ থেকে পুলিশ লাইনে যাওয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগের চেয়ারম্যান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এর আগে গত ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুনামগঞ্জ ভ্রমণে যান ঢাবির ২১ জন শিক্ষার্থী। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭