ইনসাইড এডুকেশন

বুয়েটে ভর্তির চূড়ান্ত পরীক্ষা আজ


প্রকাশ: 18/06/2022


Thumbnail

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির চূড়ান্ত পরীক্ষা আজ শনিবার (১৮ জুন) অনুষ্ঠিত হবে। এই ভর্তি পরীক্ষা দুই শিফটে বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত পরীক্ষায় দুই শিফটে ৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফট বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা হবে।

এর আগে গত ৪ জুন বুয়েটে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্‌-নির্বাচনী (প্রাথমিক বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ইতোমধ্য। প্রাথমিক বাছাইয়ের ফল ঘোষণার দিনেই বুয়েট জানিয়েছে, চূড়ান্ত পরীক্ষায় দুই শিফটে ৩০০০ করে মোট ৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি, স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা এবার ১ হাজার ২৭৯।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭